মুরহুম ফেরদৌস জামান মুকুলের ৭ম মৃত্যু বার্ষিকী আজ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মুরহুম ফেরদৌস জামান মুকুলের ৭ম মৃত্যু বার্ষিকী আজ

মাহের আহমেদ বগুড়ার প্রতিনিধি :  বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও শেরপুর ধুনুট এলাকার সাবেক এমপি মুরহুম ফেরদৌস জামান মুকুলের আজ ৭ম মৃত্যু বার্ষিকী । ২০১২ সালের এই দিনে তিনি বগুড়ার একটি হাসপাতালে মৃত্যুবরন করেন ।
ads
মুরহুম ফেরদৌস জামান মুকুলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি ধনকুন্ডিতে মুরহুমের কবর জিয়ারত ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে । এছাড়া মুরহুম ফেরদৌস জামান মুকুল স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে ।

Comment here