সোহাঈদ খান জিয়া : ইলিশের বাড়ী চা্ঁদপুরের মেঘনা নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন রোধে গত ৯ অক্টবর থেকে আগামী ৩০ অক্টবর পয্যন্ত প্রজনন এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ব করেছে সরকার। এ সময়টাতে সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রয় নিষিদ্ব করা হয়েছে।
গতকাল ২২ অক্টোবর মেঘনা নদীর চা্ঁদপুর সিমানায় অভিযান চালিয়ে ২১ হাজার মিটার কারেন্ট জাল ৫০ কেজি মা ইলিশ সহ এক ক্রেতা ও বহন কারি নৌকার মাঝিকে আটক করেছে কোস্টগা্র্ড। আটক মা ইলিশ ক্রেতা হলেন শহরের রহমতপুর কলনির মুত আবু তাহেরের পুএ মো: আব্দুর রাজ্জাক (৩২) বহন করার অপরাধে নৌকার মাঝি গোয়াল নগর এলাকার মৃত জয়নাল আবেদীন এর পুএ আল আমীন (২৫) কোস্টগা্র্ড ভামমান আদালত বসিয়ে। ক্রেতা মো: আব্দুর রাজ্জাককে ৪ হাজার টাকা জরিমানা ও বহনকারী নৌকার মাঝি আল আমীনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে ছেরে দেয়।
জব্দ করা জালের আনিমানিক মূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকা। জব্দ করা মাছ বিভিন্ন মাদ্রাসায় বিলি করে। ভামমান আদালত পরি চালনা করেন নি্র্বাহী মেজিস্টেট আজিজুল নাহার। অভিযান পরিচালনা করেন। কোস্টগা্র্ড স্টেশন কমান্ডার লে: এম এম আসিফ ও সংঙ্গীয় ফো্র্স।
Comment here