মেডিক্যাল ভর্তি পরীক্ষা : প্রতি আসনে লড়বেন ৩৩ শিক্ষার্থী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মেডিক্যাল ভর্তি পরীক্ষা : প্রতি আসনে লড়বেন ৩৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে ১ এপ্রিল অনুষ্ঠিতব্য এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় এ বছর মোট ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেবেন। সরকারি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। হিসাবে অনুযায়ী, প্রতি আসনে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।

গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও গতকাল বুধবার পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি’র টাকা জমা নেওয়া হয়।

জানা গেছে, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে গত বছর আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখা) পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবিব জানান, আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে চলছে। এরই মধ্যে সারাদেশে মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল বুধবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভায় সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে সহায়তা করতে বলা হয়েছে। মেডিক্যাল ভর্তি সংক্রান্ত কমিটি সার্বিক বিষয়ে দেখভাল করছে।

উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিক্যাল কলেজ রয়েছে। এতে মোট আসন সংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

 

Comment here