মেরামত শেষে জেদ্দা গেল সেই উড়োজাহাজ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মেরামত শেষে জেদ্দা গেল সেই উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের দুটি উড়োজাহাজের মেরামত শেষ হয়েছে। এরই মধ্যে ‘বোয়িং ৭৭৭-৩০০ই আর’ উড়োজাহাজটি যাত্রী নিয়ে জেদ্দায় গেছে। অন্য উড়োজাহাজ ৭৩৭-৮০০ আগামীকাল শুক্রবার সকালে যাত্রী নিয়ে সিলেট যাবে। বিমানের নিজস্ব প্রকৌশলীরা উড়োজাহাজ দুটি মেরামত করেছেন।

জানা গেছে, মেরামত শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে বিমানের বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ‘রাঙ্গা প্রভাত’। উড়োজাহাজটি ঢাকা-লন্ডন ও ঢাকা-জেদ্দা রুটে বেশি যাতায়াত করে।

এর আগেও ‘রাঙ্গা প্রভাত’ নানা দুর্ঘটনার শিকার হয়েছিল। ২০১৭ সালে ২৬ ফেব্রুয়ারি ইঞ্জিনে পাখির আঘাত লাগায় সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে বিকল হয়ে যায় রাঙ্গা প্রভাত। সে সময় সৌদি আরবে ২৪ দিন ধরে গ্রাউন্ডেড ছিল।

২০১৬ সালের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী এই উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করেছিল।

ধাক্কায় ক্ষতিগ্রস্ত অন্য উড়োজাহাজটি ৭৩৭-৮০০ (এনস২-এএফএল) লিজে বহরে যুক্ত করেছে বিমান। এই উড়োজাহাজটি আগামীকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে সিলেট যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, হ্যাঙ্গারে পরস্পরের মাঝে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত বিমানের দুটি উড়োজাহাজকে সংস্থার নিজস্ব দক্ষ প্রকৌশলীরা স্বল্প সময়ের মধ্যে মেরামত করতে সক্ষম হয়েছেন। ইনসিডেন্টের বিষয়টি এখনো তদন্তাধীন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারে এ ঘটনা তদন্ত করতে কমিটি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১২ এপ্রিল ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

Comment here