মেলার শেষ পর্যায়েও কমতি নেই বই বেচাকেনায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

মেলার শেষ পর্যায়েও কমতি নেই বই বেচাকেনায়

ফেব্রুয়ারি পেরিয়ে প্রাণের বইমেলা মার্চ মাসে গড়ালেও এখনো উল্লেখযোগ্য হারে নতুন বইয়ের প্রকাশ হচ্ছে। অমর একুশে বইমেলার প্রায় শেষদিকে এসেও বইয়ের বেচাকেনায় ছিল না কোনো কমতি।

নারীদিবসের বিকেলটাতে বইমেলা প্রাঙ্গণে লেখক, পাঠক, দর্শনার্থী কিছুটা কম থাকলেও বইয়ের বিক্রি ছিল ভালোই। এখনো পাঠকদের উপস্থিতি বইমেলাজুড়ে। কেউ কেউ বলছেন, মেলার সময় বাড়ানোতে অনেকেরই প্রাণের বইমেলায় আসার সুযোগ হয়েছে।

 
 
অনেকেই মেলার এই বর্ধিত অংশে ঘুরে ঘুরে নিজের পছন্দের বই সংগ্রহ করছেন। কেউবা বিকেলের সময়টাকে বিশেষভাবে উপভোগের জন্য বইমেলা প্রাঙ্গণকেই বেছে নিয়েছেন। মেলায় এদিন মায়ের সঙ্গে খুদে পাঠকদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো।

 
খুদে পাঠক, লেখক, প্রকাশকরা বলছেন, বইমেলার শেষ ১০ দিনও বেশ জাঁকজমকভাবেই কাটবে। কেনোনা এখনো প্রতিদিনই আসছে নতুন নতুন বই।
 
 
লেখক-শেলী সেলিনা জানান, বইয়ের সঙ্গে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন পাঠক ও দর্শনার্থীর সংখ্যা।

Comment here