মেহেরপুরে বিলে দুই মাছ চাষিকে কুপিয়ে হত্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মেহেরপুরে বিলে দুই মাছ চাষিকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের শৈলমারি বিলে দুই মাছ চাষিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দরবেশপুর গ্রামের উকিলবাড়ী পাড়া এলাকার মৃত ইদ্রিস আলী মাস্টারের ছেলে রোকনুজ্জামান (৩৬) ও আজাদ আলী বিশ্বাসের ছেলে হাসান আলী (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রাতের মতো বুধবার রাতে বিল পাহারা দিচ্ছিলেন রোকন ও হাসান। এ সময় ১০/১২ জন অস্ত্রধারী তাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা, বারাদি পুলিশ ক্যাম্পসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে ছুটে যান।

এলাকাবাসী জানায়, রোকন ও হাসানের বাড়ির পাশেই বিল। সরকারি বিল ইজারা নিয়ে বেশ কয়েক বছর ধরেই মাছ চাষ করছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সারা শরীরে এলোপাতাড়ি কোপের চিহ্ন রয়েছে।

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান জেলা পুলিশ সুপার।

Comment here