সারাদেশ

মেয়েকে একা ঘরে পাঠালেন মা, এরপর…

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরচালিত ভ্যানচালক আব্দুল্লাহ শেখ (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর বাবা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এ একটি মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, বোয়ালমারীর ধোপাপাড়া গ্রামের আব্দুল্লাহ শেখ নিয়মিত বাদীর বাড়িতে মোটরচালিত ভ্যান চার্জ দিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে অভিযুক্ত ব্যক্তি মোটরচালিত ভ্যান চার্জ দিতে আসে। চার্জ দেওয়া হলে টাকা নেওয়ার জন্য বাদীর স্ত্রীকে ডাকাডাকি করে। তবে বাদীর স্ত্রী না গিয়ে টাকা নেওয়ার জন্য তার স্কুল পড়ুয়া মেয়েকে চার্জ দেওয়ার ঘরে পাঠায়। এ সময় ওই মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে আব্দুল্লাহ। তবে মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আব্দুল্লাহ শেখ পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার রাতে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এ একটি মামলা দায়ের করেন।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আসামি আব্দুল্লাহ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comment here

Facebook Share