জাতীয়

‘মোদীসহ ভারতীয় অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে’: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়েছেন, মুজিববর্ষে ভারত থেকে মোদীসহ যেসব অতিথিরা বাংলাদেশে আসবেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে, এবং আন্তরিক অভর্থনা জানাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই মেলায় এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যেসব দেশে করোনার প্রার্দুভাব বেশি সে সব দেশ নিয়ে বাংলাদেশ সচেতন আছে। যারা দেশের বাইরে আছেন, তাদের বিমানে ওঠার আগেই পরীক্ষা করে বিমানে ওঠার নির্দেশ আছে, দেশে এসেও পরীক্ষা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা নিয়ে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে।

Comment here

Facebook Share