মৌলভীবাজারে জুতার দোকানে আগুন, নিহত ৫ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সমগ্র বাংলাসিলেট

মৌলভীবাজারে জুতার দোকানে আগুন, নিহত ৫

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের একটি দোতলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে।  ওই ভবনের নিচ তলায় অবস্থিত পিংকি সু স্টোর নামে একটি জুতার দোকান থেকে সৃষ্ট আগুনে পাঁচজনের প্রাণহানী হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পিংকি সু স্টোরে এ আগুনের সূত্রপাত হয়। এরপর ভবনের পেছনে বসবাসকারী দোকান মালিক মনা রায়ের বাসায় আগুন ছড়িয়ে পড়ে। মনা রায় জীবিত থাকলেও তার পরিবারের পাঁচজন আগুনে পুড়ে মারা গেছে।

নিহতদের মধ্যে মনা রায়ের স্ত্রী দিপ্তী রায়, মনা রায়ের ভাই সুভাষ রায়, সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় ও সুভাষ রায়ের শ্যালক ও তার স্ত্রী রয়েছেন। গুরুতর আহত অবস্থিায় মনা রায় চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) পরিমল দেব পাঁচটি মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comment here