মুক্ত আওয়াজ মুক্ত মনে সামনে চলার অঙ্গিকার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

মুক্ত আওয়াজ মুক্ত মনে সামনে চলার অঙ্গিকার

আহমেদ মাহফুজ শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে। তবে কী কারণে বাঘটি মারা গেছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষ। পার্কের তত্ত্বাবধায়ক তবিবুর রহমান, মুক্ত আওয়াজ কে, বলেন, মৃত্যুর কয়েকদিন আগে থেকে বাঘটি খাবার গ্রহণ থেকে বিরত থাকে।

ফলে শারীরিকভাবে কিছুটা হালকা ও শরীরে ঝিমুনি ভাব দেখা যায়। খাবার গ্রহণের আগে ওই বাঘ একটি গুই সাপ খেয়ে ফেলেছিল। এ কারণে বাঘটিকে অচেতন করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা প্রদানের পর থেকে বাঘটিকে আর দেখা যায়নি। বাঘটি কোর সাফারি চত্বরে গত সোমবার মৃত অকস্থায় দেখতে পাওয়া যায়। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন মুক্ত আওয়াজ কে জানান, মৃত বাঘটির ময়নাতদন্ত হয়েছে। এরপর বাঘের দেহের নমুনা পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় রোগ গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষণাগারের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। খাদ্যের বিষক্রিয়া থেকেও বাঘটির মৃত্যু হতে পারে।

Comment here