ময়মনসিংহ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ময়মনসিংহসমগ্র বাংলা

ময়মনসিংহ থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ

মোঃ মিজানুর রহমান (ময়মনসিংহ থেকে) :   পূর্ব ঘোষণা ছাড়াই ময়মসিংহ হতে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। সোমবার বিকেল থেকেই মাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম বাস টার্মিনাল থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানায়, ময়মনসিংহ বিআরটিসি বাস ডিপো থেকে এ অঞ্চলের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে বাস সার্ভিস চালু করে। সম্প্রতি ময়মনসিংহ টু নেত্রকোনা সড়কেও বিআরটিসি বাস চালু হয়। এতে ময়মনসিংহ পরিবহন মালিক ও শ্রমিকরা তীব্র আপত্তি জানায়।

গত তিন দিনেও বিআরটিসি বাস সার্ভিস বন্ধ না করায় বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যার ফলে সোমবার বিকাল থেকে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তারা। এতে ময়মনসিংহ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুরসহ দুরপাল্লার সকল বাস চলাচল বন্ধ থাকে।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও গন্তব্যে পৌছাতে পারছেন না মানুষ জন। এক জন বাস চালক বলেন, বিআরটিসি বাস চালু হওয়ার পর থেকেই লোকসানে পড়েছেন বাস মালিকরা।তাই মালিকরা বাস বন্ধ রাখার এমন সিদ্ধান্ত নিয়েছেন।

Comment here