মোঃ মিজানুর রহমান আকন্দ : (ময়মনসিংহ প্রতিনিধি) মারাত্মক সড়ক দূর্ঘটনায় গুরুত্বর ভাবে আহত হয়েছেন ময়মমনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান (এনডিসি)। শনিবার সকাল ৯ টার দিকে তিনি ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পথে জয়দেবপুর নামক স্থানে এই ভয়ানক দূর্ঘটনা ঘটে।
স্থায়ীয় সূত্রে জানা যায় যে, তিনি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে গাজীপুর যাওয়ার পথে জয়দেবপুর চৌরাস্তা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার বিভাগীয় কমিশনারের পাজারো গাড়িকে ভিষণ ভাবে ধাক্কা দেয়। এতে বিভাগীয় কমিশনার মোস্তাফির রহমান পায়ে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত পান। গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তাছাড়া কমিশনারের বডিগার্ড এ এস আই আব্দুল বারেক ও গাড়ির ড্রাইভার আহত হয়েছেন। কমিশনারের সুস্থতা কামনা করে বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হচ্ছে।
Comment here