যশোরে প্রথম ধাপে ৯৬ হাজার ডোজ করোনার ভ‍্যাকসিন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

যশোরে প্রথম ধাপে ৯৬ হাজার ডোজ করোনার ভ‍্যাকসিন

উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার ) যশোর : যশোরে গতকাল ভোরে বেক্সিমকো কোম্পানি ফ্রিজার ভ‍্যানযোগে আটটি বক্সে করে সিভিল সার্জন কার্যালয়ে প্রথম ধাপের টিকার চালান পৌঁছায়।বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন।
গতকাল বিকালে সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান,যশোরে আসা ভ‍্যাকসিনগুলো উপযুক্ত তাপমাত্রায় জেলার ইপি আই ষ্টোরে সংরক্ষণ করা হয়েছে।ভ‍্যাকসিন প্রদানের জন‍্য তিনিসহ আরও চারজন প্রশিক্ষণ নিয়ে এসেছেন।
তিনি আরও জানান,জেলায় ১০ টি কেন্দ্রে ২৭ টিম কাজ করবে।এ ছাড়াও ৬ টিম রিজার্ভ রাখা হবে।প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ‍্যাকসিন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে টিম গঠন করা হয়েছে।এ ছাড়া ১০ টিম রিজার্ভ করে রাখা হয়েছে।
গতকাল থেকেই টিকা প্রদানের প্রশিক্ষণ শুরু হয়েছে। ৬ ই ফেব্রুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে এবং সরকারের দেয়া অগ্রাধিকার তালিকা অণুয়ায়ী আগামী ৭ ই ফেব্রুয়ারি টিকা প্রদান শুরু করা হবে।এ ছাড়া টিকা দেওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া যদি দেখা দেয় তার জন‍্য আলাদা মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Comment here