নিজস্ব প্রতিবেদক : ‘আন্তঃনগর সোনার বাংলা’ এবং ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন দুটির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মূলত রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের অর্ধশতাধিক এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার পর যাত্রী কমতে থাকায় এ দুটি ট্রেনের চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল শনিবার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর সোনার বাংলা এবং পরের দিন রোববার থেকে ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেসের চলাচল বন্ধ হবে।
পূর্ব রেলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া বিষয়গুলো নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম। তিনি বলেন, ‘যাত্রী কমে যাওয়ায় এ দুটি ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।’
Comment here