‘যা আমার সারাজীবন মনে থাকবে’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

‘যা আমার সারাজীবন মনে থাকবে’

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। নাটক, টেলিছবি ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজ করেছেন দেশের নামী-দামিসব পরিচালকদের সঙ্গে। আর তার বিপরীতে অভিনয় করতে দেখা গেছে সময়ের জনপ্রিয় সব তারকাদের। অভিনয়ের পাশাপাশি গত ঈদে গল্পকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন এই অভিনেত্রী।

তার ভাষ্য, ‘আমি সবসময় চ্যালেঞ্জ ও ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। নাট্যকার হওয়ার বিষয়ে কখনো ভাবিনি। চারপাশের ঘটনা থেকে বিভিন্ন সময় মাথায় নানা গল্প চলে আসে। আমার ধারণা, অনেকের ক্ষেত্রেই এটা হয়। কোনো ঘটনা চোখে পড়লে মনে হয়, এটা নিয়ে নাটক বা সিনেমার গল্প লেখা যেতে পারে। করোনার সময়ে “পারাপার” নাটকের গল্পভাবনা এভাবেই মাথায় এসেছিল। আর রাফাত মজুমদার রিংকু ভাইয়া খুব সুন্দরভাবে কাজটি করেছেন। নিজের গল্পে অভিনয় করার আনন্দটাই অন্যরকম।’

সাবিলা নূর আরও বলেন, ‘এবার ঈদে অনেক ভালো কাজ হয়েছে। শুধু আমারই নয়, সবারই। নিজের কাজের পাশাপাশি অন্যের কাজও দেখেছি। দারুণ হয়েছে। এবার গল্প প্রধান কাজ হয়েছে বেশি। আমি আগেও বলেছি, আমি কখনো প্রতিযোগিতায় বিশ্বাসী না। কাউকে প্রতিযোগী মনে করি না। নিজের সঙ্গে নিজে প্রতিযোগিতা করি।’

ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করছেন সাবিলা নূর। কেমন ছিল ‘বঙ্গবন্ধু’র কাজের অভিজ্ঞতা? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘শ্যাম বেনেগালের মতো খ্যাতিমান নির্মাতার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। সব মিলিয়ে “বঙ্গবন্ধু” সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। যা আমার সারাজীবন মনে থাকবে।’

 

Comment here