যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় ৫০ বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ট্রাম্প।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘এই বড় অঙ্কের অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। আমরা সবাই মিলে এ রোগের বিরুদ্ধে লড়াই করবো।’

এ সময় একদিন এই মহামারির শেষ হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়,যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে ১ হাজার ৭০১ জন এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

Comment here