যুবাদের বিশ্বজয়ে আনন্দিত সাকিব - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

যুবাদের বিশ্বজয়ে আনন্দিত সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ এনে দিলেন আকবর আলীরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দে এখন ভাসছে পুরো দেশ। যুবাদের সেই বিজয়ে সমানভাবে আনন্দিত সাকিব আল হাসান।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় নিজের আনন্দের কথা জানান সাকিব। তিনি বলেন, ‘বাঘের বাচ্চারা পেরেছে। তারা ভারতের যুবাদের ৩ উইকেটে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে।’

চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে শিরোপা এখন বাংলাদেশের। অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় পান তারা। যুবারা এই জয় থেকে যখন মাত্র ১৫ রান দূরে, তখন বৃষ্টি নামে পচেফস্ট্রুমের আকাশে। পরে আবার খেলা শুরু হওয়ায় বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় মাত্র সাত রানে, যা নিতে আকবর আলীদের কোনো কষ্টই হয়নি।

The young tigers have done it! They have clinched the title of U-19 world champion for the first time in the history of Bangladesh cricket by beating the young blues by 3 wickets. #SAH75 #U19CWC #ICC

Posted by Shakib Al Hasan on Sunday, February 9, 2020

Comment here