রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মোমরেজ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর পোনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত মোমরেজ মাদারীপুর সদর উপজেলার মানাইরচড় গ্রামের মৃত আজিজ ফকিরের ছেলে। তিনি বর্তমানে হাতিরঝিলের আমবাগান চেয়ারম্যান গলিতে পরিবারসহ থাকতেন।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন বলেন, কারওয়ান বাজার এলাকায় কমলাপুরগামী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক যুবক গুরুতর আহত হন। এ সময় ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে যুবকের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comment here