আবহাওয়া

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল ঢাকায়। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

রাতে পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি না হলেও অন্যান্য এলাকায় আকাশ মেঘলা অবস্থায় দেখা গেছে।

টানা তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় একটু হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে নগরবাসীরে জীবনে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই পোস্ট করছেন বৃষ্টির ছবি।

এর আগে আজ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি।

এদিকে, আগামীকাল শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপ প্রবাহ পূর্ববর্তী এলাকায় অব্যাহত থাকতে পারে।

Comment here

Facebook Share