বাড়ছে তাপমাত্রার পারদ, গরমে হাঁসফাঁস রাজ্য বাসী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আবহাওয়া

বাড়ছে তাপমাত্রার পারদ, গরমে হাঁসফাঁস রাজ্য বাসী

শিবাঙ্গি সিংহ কলকাতা: ভারি বৃষ্টি ছাড়া কমবে না গরম, রাজ্যে চারিদিকে শুধু হা হা কার, গরমে পুরছে শহর অঞ্চল। এখন কি তবে বর্ষার কথা ভাবাই দুস্কর! জেনে নিন কী জানালেন হাওয়া অফিস, আর কত দিনের মধ্যে বৃষ্টি ঢুকবে উত্তরবঙ্গে।

প্রসঙ্গত জানা গিয়েছে, রাজ্যে গরমর তাপপ্রবাহ চলবে শনিবার ১০ জুন পর্যন্ত। তারপর তাপমাত্রা একটু পরিবর্তন দেখা যেতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। তাছাড়া ও নীচে কিছু কিছু জেলা তেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এর দিকে তাপপ্রবাহ কমতে পারে বুধবারের দিকে অর্থাৎ জুনের ৭ এর দিকে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন দেখা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চে তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এখনও বৃষ্টির অভাব দেখা যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মাটিতে। কিন্তু ১০ ই জুনের পর হয়তো তাপমাত্রা একটু কমতে পারে। আপাততো দুই ২৪ পরগনাতেই থাকবে অস্বস্তি কর গরম।

Comment here