রাজনৈতিক অঙ্গনের ভয়ংকর বিষফোঁড়া বিএনপি: ওবায়দুল কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

রাজনৈতিক অঙ্গনের ভয়ংকর বিষফোঁড়া বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোন প্রকার রাগঢাক না করে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ভয়ংকর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন এখানে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা সব কিছুই থাকবে। কারণ এসবের হোতা হচ্ছে বিএনপি।’

তিনি আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে বঙ্গবন্ধুর বড় ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবাষির্কী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ তাদেরই সৃষ্টি। মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বর, মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। ২১ আগস্ট, মাস্টারমাইন্ড তারেক রহমান। আজকে এই পরিবারই বাংলাদেশে সব জাতীয় পর্যায়ের, ১৫ই আগস্ট সহ সব রক্তাক্ত ট্র্যাডেজির হোতা। এরাই সব অপকর্ম, অশান্তি, অস্থিরতার মূলে দায়ি।’

তিনি আরও বলেন, ‘আজকেও তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। এরা নির্বাচন চায় না, মনে প্রাণে কোন দিনও চায়নি। এদের আসল উদ্দেশ্য ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল। ষড়যন্ত্রের অলিগলি খোঁজে তারা। সে ষড়যন্ত্রের গলি পথ দিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত এখনও তারা করছে।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল বলেন যে- আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, “গুগলি তো করেছেন, কিন্তু বলতো নো বল”। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।’

তিনি বলেন, ‘আজ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী। মানুষের জন্মদিবস সততই আনন্দের। কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ের ট্রাজিডি আমাদের কাছে শোকের বার্তা বয়ে এনেছে।’

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য সাঈদ খোকন, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

এর আগে ধানমন্ডিতে আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Comment here