রাজশাহীতে আইসিইউতে নারী, করোনা আতঙ্কে চিকিৎসকরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজশাহীসমগ্র বাংলা

রাজশাহীতে আইসিইউতে নারী, করোনা আতঙ্কে চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারী এক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড়ি পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে। এই নারী রামেকে আগে থেকেই ভর্তি ছিলেন, অবস্থার অবনতি হওয়ায় তাকে গত রোববার রাতে আইসিইউতে নেওয়া হয়।

তবে ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার কোনো ব্যবস্থা রাজশাহীতে নেই। এই রোগীকে নিয়ে কর্তব্যরত চিকিৎসকেরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীর বয়স ৪৬ বছর। তিনি গত শুক্রবার সর্দি-জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। গতকাল রোববার বিকেলে তার জ্বর ১০৩ ডিগ্রি ফারেনহাইটে ওঠে। তার শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হতে থাকলে রাতে তাকে হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়।

আইসিইউ ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এই রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন না। তার স্বজনরা বলতে পারছেন না তিনি ভাইরাস বহনকারী কারও সংস্পর্শে গিয়েছেন কি না। তবে পরীক্ষা না করা পর্যন্ত তারা নিশ্চিতও হতে পারছেন না। এই অনিশ্চয়তা নিয়ে তারা একটু শঙ্কায় রয়েছেন। এ জন্য এই ইউনিটের দায়িত্বরত সবার সুরক্ষা পোশাকের ব্যবস্থা করা হয়েছে।’

ওই চিকিৎক জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরীক্ষার জন্য তাদের আসতে বলা হয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, এখন পর্যন্ত রাজশাহীতে করোনাভাইরাস পরীক্ষা করার মতো কিছু নেই। তারা চেষ্টা করছেন এখান থেকে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো যায় কি না।

Comment here