রাজশাহীর মোহনপুর উপজেলায় বজ্রপাতে আবদুল কুদ্দুস (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বাগমারার সীমান্তবর্তী এলাকা তাঁতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল কুদ্দুস উপজেলার তাঁতিপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে আবদুল কুদ্দুস বাড়ির পাশের এক পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন। তিনি ওই পুকুরের তত্ত্বাবধায়ক ছিলেন। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে তীব্র শব্দে বজ্রপাত হয়। এতে তিনি চেতনা হারিয়ে পুকুরের পানিতে ডুবে যান। পরে লোকজন টের পেয়ে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, আবদুল কুদ্দুস স্থানীয় এক ব্যক্তির পুকুরের তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি পুকুরটির দেখাশোনা করতেন। প্রতি দিনের মতো আজ পুকুরে মাছের খাবার দিতে গেলে বজ্রপাতে তিনি মারা যান।
Comment here