মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী : রাজশাহীর চারঘাট উপজেলায় ২৯৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উপজেলার বড়বাড়ি বেলতলা এলাকায় এ অভিযান চালায়।
গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী হলেন- বড়বাড়ি বেলতলা গ্রামের মৃত আবু বক্করের ছেলে তুফান আলী (৪৫), একই এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. আসাদুল (৩০)। এবং রাওথা গ্রামের মোন্তাজ আলীর ছেলে সায়দার আলী (৪৮)।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই তিন মাদক ব্যবসায়ী ফেনসিডিল পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
এ নিয়ে চারঘাট মডেল থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
Comment here