মোঃআশিকুর রহমান (পলাশ) : নিয়োগপত্র ও মজুরি বৃদ্ধি না করায় রাজশাহী থেকে ঢাকা চলাচলকারী দেশ ও ন্যাশনাল ট্রাভেলসের চালকরা কর্মবিরতি পালন করছে। ফলে এই দুটি কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এই দুই কোম্পানির বাস বন্ধ হয়ে যায় দূর্ভোগে পড়েছে টিকিট ক্রয়কৃত যাত্রীরা।
এইদুই গাড়ি শ্রমিকদের দাবি তাদের দেয়া হতো
১২০০ শ টাকা, আর অন্য ঢাকার বাস মালিক দেয় ১৬০০ শ টাকা। এছাড়া নিয়োগ পত্র দিচ্ছে না দুই গাড়ির মালিকেরা।তারা তাদের ন্যায্য পাওনা দাবি করে আসছিল। কিন্তু মালিক পক্ষ তাতে কর্নপাত করেনি।তাই তারা বাধ্যহয়ে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।
Comment here