ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে ৪৮ ঘণ্টায় ২১ জনের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে ৪৮ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ৪৮ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ২১ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কারোনাভাইরাসে আক্রান্ত ছিলেন পাঁচজন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নিয়ম অনুযায়ী তাদের মরদেহ যথাযথ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্য মৃতদেহগুলো তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঢামেক সূত্র জানায়, গত রোববার বিকেল থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মৃতরা হলেন- রাজধানীর বনানীর বাসিন্দা ডা. আনিসুর রহমান (৬০), মহাখালীর বাচ্চু মিয়া (৬০), কল্যাণপুরের জীবন নাহার (৫৫), শাখারী বাজারের পরিমল দে (৫৫-করোনা পজিটিভ), লালবাগের রঞ্জিত দাস (৩২), কোতোয়ালির আমিনুর রহমান (৬২), মিরপুরের আবু আসাদ সাইফুল্লাহ (৭৮- করোনা পজিটিভ), আনসার সদস্য আবদুল মজিদ (৪৫- করোনা পজিটিভ), হাসিনা বেগম (৬৫), সবুজবাগের মো. নাসির হাওলাদার (৫৫), পাবনার জান্নাতুল ফেরদৌসী (৪০- করোনা পজিটিভ), ঝালকাঠির বানারীপাড়ার খোদেজা বেগম (৬৫), নারায়ণগঞ্জের রিমন হোসেন (২৬), রুমা (৩২), ঝালকাঠির ফাতেমা বেগম (৭২- করোনা পজিটিভ), কেরাণীগঞ্জের আমিনুল হক (৫২), নরসিংদীর প্রদীপ কুমার (৫৫), মানিকগঞ্জের ইউনুস (৬০), মো. সিরাজ (৫০), মো. মজিবুর রহমান (৬০) ও মো. নজরুল ইসলাম (৬৭)।

Comment here