রাবি প্রতিনিধি : গবেষণা ও শিক্ষার মান সুষ্ঠুভাবে ধরে রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৫ বিভাগের ১৬৮ টি আসন কমানো হয়েছে। আজ বুধবার বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গবেষণা ও শিক্ষার মান সুষ্ঠুভাবে ধরে রাখা এবং পাঠদান দ্বিমুখী করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে৷ গত বছর কোটাবাদে মোট আসন সংখ্যা ছিল ৪ হাজার ১৭৩ টি। কিন্তু এ বছর তা কমে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫ টি।
যে সব বিভাগে আসন সংখ্যা কমেছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইতিহাস বিভাগে আসন কমেছে ১০টি, বাংলা বিভাগে ২০ টি ও নাট্যকলাতে ৫ টি আসন কমেছে।
সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে আসন কমেছে ১০ টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কমেছে ১০ টি, সমাজকর্ম বিভাগে ২০ টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০ টি, লোকপ্রশাসনে ১০ টি, নৃবিজ্ঞানে ৬ টি ও ফোকলোরে কমেছে ৬ টি আসন।
জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে কমেছে ৫ টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে ১৫ টি আসন। প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০ টি এবং ভূ-বিদ্যা অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে আসন কমেছে ৬ টি। এছাড়া চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে আসন কমেছে ১৫ টি।
আসন সংখ্যা কমানোর বিষয়ে বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার বলেন, ‘আমি মূলত আসন সংখ্যা কমানোর পক্ষে নয়। তবে আমাদের বিভাগের কয়েক জন শিক্ষক অবসরে যাওয়ায় ক্লাস নিতে কিছুটা সমস্যা দেখা দেয়। ফলে আসন কমানো পক্ষে সুপারিশ করে বিভাগ। কিন্তু সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য বিভাগে অনেক শিক্ষার্থীদের ভর্তি করনো হয়। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়েও আরো ২০ জন শিক্ষার্থী বেশি ভর্তি হলে খুব একটা অসুবিধা হতো না।’
প্রসঙ্গত, রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ জুন রাত ১২ টা পর্যন্ত। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।
Comment here