মোঃআলাউদ্দীন মন্ডল : আজ মঙ্গলবার সকালের আলো ফুটছে,ঠিক এমন সময় রাজশাহী মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ভদ্রায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চাল ভর্তি ট্রাক তল্লাশি করে চন্দ্রিমা থানা পুলিশ।তল্লাশিকালে ৫০ কেজি চালের ত্রিশটি বস্তা মধ্যে একটিতে ০৬টি হেরোইনের প্যাকেট বের হয়ে আসে।
বাকি বস্তাগুলো তল্লাশি চলছে।এই সময় ট্রাকে থাকা চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম্মুনীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ট্রাকের অন্যান্য চালের বস্তাগুলো তল্লাশি করা হচ্ছে। তল্লাশি শেষে বোঝা যাবে কতগুলো হেরোইনের প্যাকেট রয়েছে ট্রাকে।
Comment here