রাজশাহী মহানগরীর সিটি হাট এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রাজশাহী মহানগরীর সিটি হাট এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম

 মোঃআলাউদ্দীন মন্ডল : রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন সিটি হাট এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপে লিটন  (৩০) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৬শে মে) দুপুরে হামলার পর লিটনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লিটন শাহমখদুম থানাধীন তালপুকুর পাড়া এলাকার মৃত সামাদ ফকিরের ছেলে। এলাকাবাসী জানান, দীর্ঘ ছয়-সাত বছর আগে একই এলাকার মাজদার মণ্ডলের ছেলে মিঠু, সিয়াম ও সায়েমদের সঙ্গে মুরগী মারাকে কেন্দ্র করে বিরোধ ছিল। আজ মঙ্গলবার দুপুরের পর সামাদ ফকিরের ছেলে লিটন বাড়ি থেকে বের হন। এ সময় তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাড়ী ভূড়ি বের করে দেয় মিঠু এবং তার সহযোগীরা।
পুলিশ সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শাহমখদুম থানার সেকেন্ড অফিসার প্যারিস জানান, আহত লিটনের  অবস্থা সংকটাপন্ন, তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তিন জন আসামিকে শনাক্ত করতে পেরেছি। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

Comment here