বিনোদন প্রতিবেদক : বাবা-মা হয়েছেন তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি। গত বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর রাজপুত্রের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। আর সেই রাজ্য’র গল্পে মেতেছেন পরীর দুই মা।
গতকাল রাতে ফেসবুকে সেই ছবি প্রকাশ করে পরী লিখেছেন, চলিতেছে খোশগল্প ভাবসাব! তার দাদি আর নানির সঙ্গে।’ এরপর হ্যাশট্যাগ দিয়েছেন, হাসপাতালে পঞ্চম দিন। পরীর প্রকাশিত সেই ছবিটি তুলেছেন স্বামী শরীফুল রাজ। ছবিতে দেখা যায়, রাজ্য’র সামনে বসে গল্প করছেন তার দাদি ও নানি।
পরীর কমেন্ট বক্স বন্ধ থাকায় সেখানে কেউ মন্তব্য করতে পারেনি। তবে শরীফুল রাজের মন্তব্যর ঘর ভরে গেছে শুভেচ্ছা, ভালোবাসা আর দোয়ায়।
এর আগে, গেল বৃহস্পতিবার ছেলের ছবি প্রকাশ্যে আনেন পরীমনি। সেদিন ছেলেকে বুকে নিয়ে শুয়ে থাকার একটি ছবি প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। আর চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন পরী। সঙ্গে অনাগত সন্তানের খবরটিও জানান তারা।
Comment here