হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৩ আগস্ট) সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বরে ‘প্রমোশন অফ রাইটস অফ এথনিক মাইনোরিটি এন্ড দলিতস ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’ ইএসডিও (প্রেমদীপ) এর আয়োজনে সমতলের আদিবাসীদের পৃথক ভুমি কমিশনের দাবিতে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন- ওয়ার্কাস পাটির জেলা নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ তাজুল ইসলাম, এ্যাডভোকেনন্সি প্ল্যাটফর্ম সভাপতি জাহাঙ্গীর আলম, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি গোপাল মুর্মু সুগা ও সাবেক সভাপতি সিংগাই সরেন, আদিবাসী ও দলিত ফোরামের সভাপতি সেজুতি টুডু, ভিডিসি সদস্য শান্তি বেসারা ও আদিবাসী নেতা মানিক মাস্টার প্রমুখ।
এ ছাড়াও শতাধিক আদিবাসী নারী-পুরুষকে দাবী আদায়ের লেখা গলায় বিভিন্ন ফেস্টুন ঝুলিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায়।
Comment here