রাতের মধ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রাতের মধ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে

জানালেন প্রতিমন্ত্রী পলক

অনলাইন ডেস্ক

সারাদেশে আজ বুধবার রাতের মধ্যে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব।’

তিনি বলেন, ‘আগামী রবি বা সোমবার মোবাইলে ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে।’

সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে আগে গত বুধবার রাত থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। পরদিন বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেটও। এরপর থেকে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সারাদেশ। পরে গতকাল মঙ্গলবার রাত থেকে সীমিত আকারে ব্রডব্যান্ড চালু করে সরকার।

কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করা যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না জিমেইলসহ গুগলের অন্যান্য পরিষেবাও।

Comment here