সাতক্ষীরা রাতের অন্ধকারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ঘের মালিক দিশেহারা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সাতক্ষীরা রাতের অন্ধকারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ঘের মালিক দিশেহারা

মোঃ আলমগীর হোসেন : সাতক্ষীরা সদর অবস্থিত আখড়াখোলা এলাকার একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্তরা। গত কাল গভীর রাতে ২০ বিঘা মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ফলে উপজেলার গয়ের খোলা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে, মোঃহাবিবুর রহমানের(৪৫)মালিকানাধিন ঘেরের ৭ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে ক্ষতিগ্রস্থ কৃষক মোঃহাবিবুর রহমান।বর্তমানে চিন্তিত ও ভেঙে পড়েছে।

মৎস্য ঘের মালিক মোঃ হাবিবুর রহমান সূত্রে জানা যায় যে, তিনি দীর্ঘ ৩ বছর যাবত সাতক্ষীরা সদরের আখড়াখোলা আইডিয়াল কলেজের সামনে নিজস্ব জমি ও লিজ নিয়ে ২০ বিঘার একটি মৎস্য ঘেরে মাছ চাষ করে।
তিনি আরো জানান, গত রবিবার গয়ের খোলা এলাকার সাজো গাজীর ছেলে ছোট, হারুনসহ তিন চার জন অজ্ঞাত ব্যক্তিকে সাথে নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঘের সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে ঝামেলা করতে আসে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার ধারনা ছোট, হারুনসহ তার লোকজন আমার ঘেরে গভীর রাতে বিষ দিয়েছে যার কারনে আমি এখন সর্বশান্ত।এব্যাপারে ভূক্তভোগী মোঃহাবিবুর রহমান পুলিশ প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করে।

Comment here