রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজশাহীসমগ্র বাংলা

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

মোঃ আশিকুর রহমান (পলাশ)  : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযেগের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসির শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা এ দাবি জানান। অবরোধে মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়। সে সময় তারা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা সিলেকশন বাতিলের দাবি জানান।

কর্মসূচিতে ভর্তি-ইচ্ছুকরা ‘দাবি মোদের একটাই, প্রশাসন জাবাব চাই, সেকেন্ড টাইম কেন নাই, বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম কেন নাই, শিক্ষা মোদের অধিকার, আন্দোলন কেন করতে হবে; পরীক্ষা দেওয়ার সুযোগ চাই, সিট নয়; সুযোগ চাই মানুষ হব, সুযোগ দিন মানুষ হব’ স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

একই দাবিতে এর আগে আয়োজিত মানববন্ধনে রাজশাহী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ইমন হোসেন বলেন, ‘এবার ১৪ লাখ শিক্ষার্থী অটোপাশ করেছে। সব পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে এক লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। বাকি ১৩ লাখ শিক্ষার্থী কোথায় যাবে। এর মধ্যে এক লাখ ৬২ হাজার শিক্ষার্থী এ প্লাসপ্রাপ্ত। আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই। বিসিএস পরীক্ষায় যেমন সুযোগ দেওয়া হয় আমরাও চাই।’

নওগাঁর শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার কেন পরীক্ষা দিতে পারবো না, যেখানে রাবিতে ভর্তি পরীক্ষায় ৪০ এর নিচে পেয়েও শিক্ষক, কর্মকর্তাদের ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে। সেখানে আমরা কেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবো না? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

রাবিতে ভর্তি পরীক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে ভর্তি পরীক্ষায় আমার সিরিয়াল ৫০০০ হাজারের পরে ছিল। লকডাউনে কোচিংয়ে ভালো পড়াশোনা করতে পারিনি। অটোপাস দেওয়ায় পড়াশোনার আগ্ৰহ হারিয়ে ফেলেছিলাম। এজন্য দ্বিতীয়বার ভালো করে পরীক্ষা দিতে চাই।’

Comment here