রামগতিতে ১ ব্যক্তির মৃত্যু, ১৬ পরিবার লকডাউন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রামগতিতে ১ ব্যক্তির মৃত্যু, ১৬ পরিবার লকডাউন

মোঃ রেজাউল করিম রনি লক্ষীপুর প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে মো: রফিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ীসহ ১৬ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। মৃতের বাড়ি উপজেলার চর বাদাম ইউনিয়নের চরসীতা এলাকায়।
চরবাদাম ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম জানান, মো: রফিক ক্যন্সার ও কিডনী সমস্যায় ভূগছিলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কিনা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: কমলাশীষ মজুমদার জানান, করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হতে মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রন ও গবেষনা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এ পাঠানো হয়েছে। আশা করি দুই তিন দিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে। তখন বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল মোমিন জানান, এ ঘটনার মৃত ব্যক্তির বাড়ীসহ তিনটি বাড়ীর ১৬ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে।এইসব বাড়ীর লোকজন অন্য কোথাও যেতে পারবেনা। আবার অন্য কোনো লোক ঐসব বাড়ীতে প্রবেশ করতে পারবেনা।

Comment here