করোনায় আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বাধিক ১৮২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে করোনায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

এর আগে গত রোববার করোনায় একদিনেই আক্রান্ত হয়েছিল ১৩৯ জন, মৃত্যু হয় চারজনের। তার আগের দিন শনাক্ত হয় ৫৮ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জন আক্রান্ত হয়েছে। মোট সংক্রমিত হলো ৮০৩। করোনায় মৃত্যু বরণ করেছে গত ২৪ ঘণ্টায় ৫ জন। মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের।’

নতুন তিনজন রোগী সুস্থ হয়েছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমাদের তিনজন রোগী ইতিমধ্যে সেরে উঠেছেন। মোট সেরে উঠেছেন ৪২ জন।’

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এর সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা লকডাউনসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

Comment here