রুপি আর রুপি, গুনতে গুনতে মেশিন নষ্ট! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রুপি আর রুপি, গুনতে গুনতে মেশিন নষ্ট!

আলমারির পর আলমারিজুড়ে রুপি আর রুপি। প্রতিটি তাকে গোছানো ১০০, ২০০ এবং ৫০০ রুপির বান্ডিল। এমন অবস্থা দেখে স্বয়ং আয়কর কর্মকর্তাদের চোখ কপালে উঠেছে! ভারতের ওড়িশায় ঘটেছে এ ঘটনা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওড়িশার একটি সংস্থায় অভিযান চালিয়েছে স্থানীয় আয়কর অফিসের কর্মকর্তারা। ঘটনাস্থলে এতো রুপি দেখে আয়কর কর্মকর্তারাই রুপির পরিমাণ অনুমান করতে পারছিলেন না। তাই নিয়ে আসা হয় রুপি গোনার মেশিন। সেই মেশিনও রুপি গুনতে গিয়ে বিকল হয়ে যায়।

স্থানীয় আয়কর দপ্তর সূত্রের খবরে বলা হয়, বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ওড়িশা এবং ঝাড়খণ্ড শাখায় অভিযান চালানো হয়। গতকাল বুধবার পর্যন্ত ৫০ কোটি রুপি গোনা হয়েছে। কিন্তু এরপরই রুপি গোনার মেশিনগুলো বিকল হয়ে যায়।

ওড়িশা টিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত ১৫০ কোটি রুপি গোনা সম্ভব হয়েছে। আরও কত রুপি রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। রুপির পরিমাণ কয়েক শত কোটি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন কর্মকর্তা।

ওড়িশার এই সংস্থাটির বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠে একাধিকবার। এরপরেই গতকাল বুধবার থেকে অভিযান চালানো হচ্ছে।

Comment here