রুবেল শিকদার , নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউরিপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও বরপা লাইভ এইড হাসপাতালের ব্যবস্থাপনায় ১২৫৬ টি পরিবারকে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিন মাসাবো এলাকায় এ স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ করা হয়।
কাউন্সিলর রাসেল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গবেষক, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রজেক্ট সমন্বয়ক নাসির উদ্দিন সিকদার, তারাবো পৌর যুব মহিলা সাধারন সম্পাদক শিল্পী আহমেদ, আব্দুল মান্নান ঝিনু, দিল মোহাম্মদ দিলু, আরিফ হাসান আরব, জিন্নাত হোসেন জনি, সুমন মজুমদার, জাহাঙ্গীর মাহমুদ প্রমূখ।
Comment here