রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রুবেল শিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও নির্বাচন অফিসার মাহবুুবুর রহমান প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতিকে সালাউদ্দিন ভুইয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটর সাইকেল পেয়েছেন কবীর হোসেন। এদিকে সংরক্ষিত ১নং আসনে মহিলা মেম্বার পদে জাকিয়া সুলতানা পেয়েছেন কলম ও লাকী আক্তার পেয়েছেন বই প্রতীক। ২নং ওয়ার্ডে মনির হোসেন (ফুটবল), মনিরুজ্জামান বাদশা (টিউবওয়েল) প্রতীক।

৩নং ওয়ার্ডে ফিরোজ মাহমুদ (আপেল), জুলহাস মিয়া (বৈদ্যুতিক পাখা), মোর্শেদ আলম (ফুটবল), সোহেল মোল্লা (মোরগ) প্রতীক। ৫নং ওয়ার্ডে আব্দুল কাইউমরূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও নির্বাচন অফিসার মাহবুুবুর রহমান প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতিকে সালাউদ্দিন ভুইয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটর সাইকেল পেয়েছেন কবীর হোসেন।

এদিকে সংরক্ষিত ১নং আসনে মহিলা মেম্বার পদে জাকিয়া সুলতানা পেয়েছেন কলম ও লাকী আক্তার পেয়েছেন বই প্রতীক। ২নং ওয়ার্ডে মনির হোসেন (ফুটবল), মনিরুজ্জামান বাদশা (টিউবওয়েল) প্রতীক। ৩নং ওয়ার্ডে ফিরোজ মাহমুদ (আপেল), জুলহাস মিয়া (বৈদ্যুতিক পাখা), মোর্শেদ আলম (ফুটবল), সোহেল মোল্লা (মোরগ) প্রতীক। ৫নং ওয়ার্ডে আব্দুল কাইউম(ফুটবল), ওসমান গনি (মোরগ), মফিজউদ্দিন (তালা), মমিন উদ্দিন (টিউবওয়েল) প্রতীক।

৬নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল-মামুন (তালা), আক্তার হোসেন (ফুটবল), মিছির আলী (টিউবওয়েল) প্রতীক। ৭নং ওয়ার্ডে জলিল মিয়া (মোরগ), খোরশেদ আলম (ফুটবল), মাসুদ মিয়া (তালা), জালাল উদ্দিন (ভ্যান গাড়ী), শফিকুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক। ৮নং ওয়ার্ডে আব্দুর রহিম (মোরগ), আপেল মাহমুদ (আপেল), রমজান আলী (ফুটবল) প্রতীক। ৯নং ওয়ার্ডে মিজানুর রানা (ফুটবল), আওলাদ হোসেন (মোরগ), জাকির হোসেন (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।

বিনাপ্রতিদ্ধদিতায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ২নং ওয়ার্ডের জিন্নাত আক্তার, ৩নং ওয়ার্ডের জাহানারা, ১নং ওয়ার্ডের আলমগীর, ২নং ওয়ার্ডের রিটন প্রধান। উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান জানান, আগামী ১৪ অক্টোবর নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য উপজেলার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

Comment here