রূপনগর বস্তিতে পুড়েছে ২০০ ঘর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

রূপনগর বস্তিতে পুড়েছে ২০০ ঘর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ আগুনে ইতিমধ্যে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বুধবার সকাল পৌনে ১০টায় রূপনগর বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার দৈনিক মুক্ত আওয়াজঅনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানতে চাইলে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাশ বলেন, আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পুরোপুরি চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এই বস্তিতে মূলত রিকশাচালক, দিনমজুর, পোশাক কারখানার কর্মীদের মতো নিম্ন আয়ের মানুষেরা থাকেন। আগুন লাগার সময় অনেকেই কর্মস্থলে ছিলেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি রূপনগর থানার পরিদর্শক।

Comment here