এক ক্যাচ মিসের আক্ষেপে পুড়ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক কিউই অধিনায়ক উইলিয়ামসনের সহজ রানআউট মিসের খেসারত দিতে হয়েছে হেরে। সেই ক্ষত এখনো শুকায়নি। আজ আবার তামিমের ভুলে সেঞ্চুরি করেই মাঠ ছাড়ছেন রোহিত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভারে এক উইকেট হারিয়ে ১৮০ রান। ক্রিজে আছেন বিরাট কোহলি (১) ও লোকেশ রাহুল (৭১)। রোহিত ১০৪ রান করে ফেরেন সাজঘরে।
রোহিতের ফিফটিতে ভারতের ১০০
বাংলাদেশের শুরুটা অন্যরকম হতে পারত, যদি না রোহিত শর্মার সহজ ক্যাচটা মিস না করতেন তামিম ইকবাল। ৯ রানে জীবন পাওয়া রোহিতের হাফসেঞ্চুরিতে ১৭ ওভার না পেরোতেই ১০০ রান করে ফেলে ভারত।
রোহিতকে জীবন দিলেন তামিম
ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করলেন তামিম ইকবাল। মোস্তাফিজুর রহমানের করা শর্ট বলে ক্যাচ তোলেন রোহিত শর্মা। সেই ক্যাচ ধরতে গিয়ে তামিমের হাত ফসকে পড়ে যায়। ব্যক্তিগত ৯ রানে জীবন পাওয়া রোহিত শর্মা এর আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন।
ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিং করছে বাংলাদেশ। বার্মিংহামে টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় খেলাটি শুরু হয়।
একাদশে দুই পরিবর্তন
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নামছে টাইগাররা। ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে পায়ের মাংস পেশিতে চোটের কারণে (কাফ ইনজুরি) ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে সংশয় ছিল। আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো। তার পরিবর্তে একাদশে এসেছেন সাব্বির রহমান। এ ছাড়া মেহেদী হাসানের পরিবর্তে একাদশে এসেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন।
ভারত একাদশেও দুই পরিবর্তন
ভারতও একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে। একাদশে এসেছেন ভুবেনশ্বর কুমার ও দীনেশ কার্তিক। বাদ পড়েছেন কুলদীপ যাদব ও কেদার যাদব।
Comment here