‘লকডাউন যথেষ্ট নয়, প্রয়োজন করোনার ওপর পাল্টা আক্রমণ’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

‘লকডাউন যথেষ্ট নয়, প্রয়োজন করোনার ওপর পাল্টা আক্রমণ’

অনলাইন ডেস্ক : শুধু লকডাউনই যথেষ্ট নয়, করোনাভাইরাসের ওপর হামলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসুস। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় এমনটি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

টুইটে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘লকডাউনই যথেষ্ট নয়। করোনা সংক্রমণ ঠেকানো গেলেও, সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। তাই প্রয়োজন করোনার উপর পাল্টা আক্রমণ চালানো।’

তিনি বলেন, ‘লকডাউনের পথে হেঁটে বাঁচার বিকল্প পথ খুলতে পেরেছি। এবার এই সময়কে কাজে লাগানো দরকার। করোনাভাইরাসকে শনাক্ত করে আইসোলেশন, পরীক্ষা এবং চিকিৎসার প্রয়োজন। করোনাভাইরাসকে রুখতে এগুলোই এখন আদর্শ পথ।’

সারা বিশ্বে ৪ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মরণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী ২১ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে। শুধুমাত্র ইতালিতেই মারা গেছে ৭ হাজারেরও বেশি মানুষ।

Comment here