লবিস্ট ইস্যু নিয়ে প্রশ্নে সাংবাদিকদের ওপর খেপলেন পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

লবিস্ট ইস্যু নিয়ে প্রশ্নে সাংবাদিকদের ওপর খেপলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো : লবিস্ট ইস্যুতে সাংবাদিকদের ওপর খেপলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিদেশি রাষ্ট্রদূতদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে জিজ্ঞেস করাকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আখালিয়ায় একটি বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ‘দেশের বিরুদ্ধে বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করা হচ্ছে- এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী?’ এমন প্রশ্নে রাগতস্বরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকেরাই দেশের বিরুদ্ধে লবিস্টের কাজ করছেন।’

ড. মোমেন বলেন, ‘আপনারাইতো (সাংবাদিকরা) লবিস্টের কাজ করছেন, ওদেরকে প্রমোট করছেন। দুনিয়ায় কোনো দেশের রেডিও টিভিতে তার দেশের কোথায় কী খারাপ ঘটনা ঘটলো, ওইটা নিয়ে এতো বকবক করে না। শুধু বাংলাদেশে আপনারা নিয়োজিত থাকেন। এটা খুব দুঃখজনক।’

নির্বাচন সুষ্ঠু না হলে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে, সম্প্রতি যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের এমন মন্তব্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আপনারা মিডিয়া এইগুলো এতো বড় করে দেখেন কেন? আপনাদের এম্বেসেডররা যারা বিদেশে আছেন, কিংবা প্রতিবেশী দেশসমূহের যে সমস্ত রাষ্ট্রদূতেরা যারা বিদেশে আছে, তাদের কখনো কোনো মিডিয়া জিজ্ঞেস করে এ সম্পর্কে? আপনারা সব সময় আগ বাড়িয়ে এসমস্ত জিজ্ঞেস করেন। আপনাদের এ অভ্যাস বন্ধ করা উচিত।’

এ সময় বিএনপির অবস্থান নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এখন আর সে সুযোগ নেই। পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার সুযোগ নেই।’

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করা প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। আর বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে।জোর করে ক্ষমতা দখল করেছে। এরপর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুমড়ে-মুচড়ে ধ্বংস করে দিয়েছে।’

18Shares
facebook sharing button
twitter sharing button

 

Comment here