বিনোদন

লাইফ সাপোর্টে এ টি এম শামসুজ্জামান

শারীরিক অবস্থা বেশি ভালো না বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। অভিনেতার ছোট ভাই আলহাজ্ব সালেহ জামান সেলিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম জানান, শ্বাস নিতে কষ্ট হওয়ায় তার বড়ভাইকে গতকাল আইসিইউতে নেওয়া হয়। আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো নয়।

গত শুক্রবার রাতে অসুস্থ হয় পড়লে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় দেশ বরেণ্য এই অভিনেতাকে। সেখানে শুরু থেকেই প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এ টি এম শামসুজ্জামান।

Comment here

Facebook Share