সারাদেশ

শনিবার করোনার কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস পরীক্ষার কিট আবিষ্কার করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। উদ্ভাবিত এই কিট আগামী শনিবার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘বহু প্রত্যাশিত “জিআর কোভিড-১৯ ডট ব্লট” সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী শনিবার ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তর আগামীকাল বৃহস্পতিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত দেবে বলেও জানান জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হলে রক্ত সংগ্রহের অনুমতি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বুধবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহের অনুমতি মেলে। পরে ডাক্তার, টেকনিশিয়ানদের স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলেও তাদের রক্তের নমুনা দেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে আবার যেতে বলেছে তারা।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর টেস্ট করতে লাগে তিন হাজার টাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে খরচ পড়বে ৩০০ টাকা। অল্প সময়ে করোনাভাইরাসের রোগী শনাক্ত করা যাবে।’

ডা. জাফরুল্লাহর অভিযোগ, ‘প্রধানমন্ত্রী সহযোগিতা করলেও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করছে না। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে গণস্বাস্থ্যের প্রতিনিধি বসে থাকলেও তাদের করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা দেওয়া হচ্ছে না।’

Comment here

Facebook Share