শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের বোমা!

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কাজ চলাকালে পাইলিংয়ের সময় মাটির ১৫ ফুট নিচে ২৩০ কেজি ওজনের একটি বোমা পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে শ্রমিকরা কাজ করার সময় বোমাটির সন্ধান পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিকে জানালে একটি দল এসে ২৫০ বোমাটি উদ্ধার করে।উদ্ধার বোমাটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বোমাটি বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কর্মীরা মাটি খননের সময় মাটির নিচে একটি বড় সিলিন্ডারের মতো দেখতে পান। নির্মাণ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পর বিমান বাহিনীর বোমা ডিসপোজাল বিশেষজ্ঞদলকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে এ বোমাটি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর রসুলপুর ফায়ারিং ইউনিটে নিয়ে যান।’

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এ বোমাটি ১৯৭১ সালে ধ্বংস কাজে পাক হানাদার বাহিনীর দ্বারা ফেলা হয়েছে।’

Comment here