শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক, বললেন তথ্য প্রতিমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক, বললেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আজ মঙ্গলবার প্রতিমন্ত্রীর তথ্য কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্রছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলব।’

এ বিষয়ে তথ্য কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘প্রতিমন্ত্রী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তার কথায় ছাত্রছাত্রীরা আশ্বস্ত হন।’

সারা দেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া দেওয়ার রীতি চালু থাকলেও, কয়েক বছর ধরে অনেক পরিবহন তা মানছে না। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়াও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজও সায়েন্স ল্যাবসহ কয়েকটি জায়গায় তারা বিক্ষোভ করে।

 

Comment here