রাজশাহীসমগ্র বাংলা

শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল রাবি, ভিসির বাড়ি ঘেরাও

নিজস্ব প্রতিবেদক :ট্রাকচাপায় মাহবুব হাবিব হিমেল নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ইতোমধ্যে পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে এখনো লাশ উদ্ধার না হওয়ায় ভিসির বাড়ি ঘেরাও করেছে তারা। এ সময় উপাচার্যের ভবনে দফায় দফায় হামলা করে গেট ভাঙচুরের চেষ্টা করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে শহীদ হাবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। হিমেলের বাড়ি বগুড়ার লতিফপুর গ্রামে। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইনিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘আমি জানতে পেরেছি হবিবুর হলের সামনে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নয়। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।’

নির্মাণ সামগ্রী নিয়ে ট্রাকটি ভবন থেকে বের হওয়ার সময় তাদেরকে চাপা দেয়। ওই সময় হিমেলসহ আরেক শিক্ষার্থী শহীদ হবিবুর রহমান হলের রাস্তা ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় হিমেলের। আহত আরেক শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।

 

Comment here

Facebook Share