চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রেল বস্তিতে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে ঘটা এ ঘটনার পর রাতে ওই শিশুর মা বাদী হয়ে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন।
শফিকুল ইসলাম রেলবাগান বস্তি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক আছেন।
নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় শফিকুল নামে এক বৃদ্ধ শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে।
তিনি আরও জানান, পরে শিশুটি এই ঘটনা তার মাকে জানালে তিনি বাদী হয়ে রাতেই সদর মডেল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন। শিশুটিকে রাতেই জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শফিকুল পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Comment here