নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ চারজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে জয়নাল আবেদিন নামে এক ব্যক্তির পরিচয় মিলেছে।
নারায়ণগঞ্জ সদর নৌথানার ওসি মো. মনিরুজ্জামান জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, আজ রোববার দুপুর আড়াইটার দিকে শীতলক্ষ্যা নদীর মাহমুদনগর কলাবাগান এলাকায় রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় এমএল আশরাফউদ্দিন নামের যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। লঞ্চটি নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল।
লঞ্চটি ডুবে যাওয়ার পর ১৫-২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
Comment here